চট্টগ্রামে ‘গণমিছিল’ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।
‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল’ প্রতিপাদ্যে এ মিছিল আয়োজন করে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবির।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক। তিনি বলেন, ছয় মাস হয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখিনি। আমরা তাদের (অন্তর্বর্তী সরকার) ক্ষমতার মসনদে বসে থাকার জন্য পাঠাইনি। ওই জায়গায় গিয়ে খুনিদের বিচারের আওতায় আনার জন্য আপনাদের পাঠানো হয়েছে। জুলাই অভ্যুত্থানে যাদের কারণে হাজার হাজার ছাত্র-জনতা শাহাদাত ও পঙ্গুত্ববরণ করেছেন তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
ইসলামী ছাত্রশিবির নগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হক ও দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবির ও নগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন, নগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল