চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকরা। আজ নগরীর আগ্রাবাদ এলাকায় তিন দফা দাবিতে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অবরোধের কারণে সড়কের চতুর্পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশের সাতদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাসে তারা সড়ক ছাড়েন।
এসময় শ্রমিকরা বলছেন, বিক্ষোভ করার পর পুলিশ সাতদিন সময় চেয়েছে। কিন্তু আমরা ৭ দিন সময় দিলে এতোগুলো মানুষ আর আন্দোলন করতে আসবে না। আমাদের আন্দোলন ভেঙে দেওয়ার জন্য তারা সময় চেয়েছে। আমাদের দাবি আজকেই পূরণ করতে হবে। না হয় আমরা সড়ক ছাড়বো না।
বিক্ষোভের একপর্যায়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, অটোরিকশা চালকদের সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকপত্র পেয়েছি। সেটিতে আপনাদের দাবি-দাওয়া সন্নিবেশন করা হয়েছে। এগুলো নিয়ে আমরা আপনাদের প্রতিনিধির সাথে আধ ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। দাবি-দাওয়াগুলো পুলিশ কমিশনার স্যারের কাছে আমরা উপস্থাপন করবো। সড়ক পরিবহন ব্যবস্থা এবং সুনির্দিষ্ট সমাধানের জন্য আমরা চসিক-সিডিএ’র সাথে আলোচনা করবো। এটা করতে সময় লাগবে।
বিডি প্রতিদিন/আরাফাত