আসন্ন মৌসুমের আইপিএলের মেগা নিলাম কবে হবে সেই নিয়ে বহুদিন ধরেই টালবাহানা চলছিল। জানুয়ারির প্রথম দিকে নিলাম আয়োজিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ার কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সম্ভবত সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
ক্রিকইনফোর এক রিপোর্ট অনুযায়ী জানুয়ারি নয়, বরং ১২ ও ১৩ ফেব্রুয়ারি, দুই দিন ধরে আইপিএলের সবচেয়ে বড় নিলামের আয়োজন হতে চলেছে। মেগা নিলামের আয়োজন বসতে চলেছে বাগানের শহর ব্যাঙ্গালুরুতে। মূলত আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়ে সমস্যা থাকার জেরেই পিছাতে হচ্ছে এই নিলাম।
সিভিসি ক্যাপিটাল অক্টোবরে ৫,৬২৫ কোটি টাকার বিনিময়ে আহমেদাবাদের ফ্রাঞ্চাইজি কিনলেও, সেই নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। বিসিসিআই এখনো সরকারিভাবে আহমেদাবাদ দলের ফ্রাঞ্চাইজি হিসেবে সিভিসির হাতে কাগজ তুলে দেয়নি। আইপিএল কর্মকর্তারা এখনো সিভিসির সঙ্গে ইতালি এবং ব্রাজিলে দুই বেটিং সংস্থার জড়িত থাকা নিয়ে তদন্ত করছে। সেই জেরেই এই বিলম্ব।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ