ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেই বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে। চোটের জন্য খেলতে পারবেন না এনরিখ নোখিয়া। এই পেসারকে ছাড়াই বিরাট কোহলিদের বিরুদ্ধে নামবে দক্ষিণ আফ্রিকা।
নোখিয়ার পুরনো চোট সারেনি। সেই কারণেই খেলতে পারবেন না তিনি। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন টেস্টের সিরিজে খেলতে পারবেন না নোখিয়া। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, তিন ম্যাচের সিরিজে নেই পেসার এনরিখ নোখিয়া। দুর্ভাগ্যবশত তার চোট সারেনি। তবে তার বদলে অন্য কাউকে দলে নেওয়া হয়নি।
২৬ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ভারতীয় দলেও নেই রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার। নেই শুভমন গিল ও অক্ষর প্যাটেল। জাদেজা ও রোহিত চোট সারানোর জন্য এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই