পাঁচ মাসের মধ্যে দুবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে সফরগুলো হবে। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে ১৫টি ম্যাচ খেলবে দু'দল। দুই সফর মিলিয়ে ৮টি ওয়ানডে, ৫টি টি-টোয়েন্টিন ও ২টি টেস্ট খেলবে তারা।
সোমবার (২০ ডিসেম্বর) দুই বোর্ডের পক্ষ থেকেই সিরিজ দুটির বিষয়ে জানানো হয়। তবে এখনো চূড়ান্ত হয়নি দিনক্ষণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আগামী ২০২২ সালের ডিসম্বরে পাকিস্তানে আসবে কিউইরা। এই সফরটি এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) এর অংশ। অক্টোবরে নিউজিল্যান্ড যে পাকিস্তান সফর স্থগিত করেছিল, দ্বিতীয় সফরটি তার বিকল্প।
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বললেন, ‘আলোচনা ও ফল নিয়ে আমি খুশি। মার্টিন স্নেডেন ও তার বোর্ডকে সাহায্যের জন্য ধন্যবাদ। এই সিদ্ধান্ত দুই বোর্ডের শক্ত ও ঐতিহাসিক সম্পর্কের উদাহরণ। এটা প্রমাণ করে ক্রিকেট পাড়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ সদস্য।’
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমাদের সম্মানিত চেয়ারম্যান, রমিজ রাজা ও মার্টিন স্নেডেন দুবাইয়ে দারুণ ফলপ্রসু আলোচনা করেন, যা দুই বোর্ডের সম্পর্ক আরো দৃঢ় করেছে। পাকিস্তানে আবার ফিরতে পারা দারুণ ভালোলাগার বিষয় হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ