ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে দেশে ফেরা দুই নারী ক্রিকেটারের করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায় তারা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। অবশেষে প্রায় ২০ দিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষে বাড়ি ফেরার সনদ পেয়েছেন তারা। করোনা নেগেটিভ হয়েছেন নারী দলের সেই দুই ক্রিকেটার।
সোমবার দুপুর ১২টায় তারা হাসপাতাল ছাড়বেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন উইংয়ের ম্যানেজার তৌহিদ মাহমুদ।
তিনি বললেন, ‘ওমিক্রন আক্রান্ত নারী ক্রিকেটার দুজনের গতকাল মেডিকেল টেস্ট হয়েছে। দুজনের করোনাভাইরাস রেজাল্ট নেগেটিভ এসেছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ। আজই নিজ নিজ বাড়ি ফিরে যাবেন।’
গত ১ ডিসেম্বর বিশ্বকাপ বাছাই পর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী দল। শুরুতে ৫ দিনের কোয়ারেন্টাইনে নেওয়া হয় তাদের। সেখানেই দুই ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে পরীক্ষায় ধরে পড়ে ওমক্রন।
বিডি প্রতিদিন/এমআই