করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করা হতে পারে, বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরতে পারে, এমনটা শোনা যাচ্ছিল। তবে আশঙ্কা উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন, নিউজিল্যান্ড সফর বাতিলের সুযোগ নেই। তবে নিউজিল্যান্ডে গিয়ে টাইগাররা স্বস্তিতে নেই, এ কথাও জানান তিনি।
আজ শনিবার ক্রিকেট বোর্ডের জরুরি সভার পর সংবাদমাধ্যমে এসব কথা জানান নাজমুল হাসান পাপন। তিনি জানান আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে টাইগারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ