উয়েফা সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ জিতে তিনটি শিরোপা নিয়ে বছরটা শেষ করেছে লিভারপুল। একপয়েন্টের জন্য ম্যানচেস্টার সিটির কাছে প্রিমিয়ার লিগ হারালেও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ২০১৯ সালটা দুর্দান্ত কাটিয়েছে লিভারপুল। এমন অর্জনের পর নিজেকে ভাগ্যবান মনে করছেন দলটির কোচ য়ুর্গেন ক্লপ।
ক্লপ জানান, আপনারা এতদিনে যথেষ্ট চিনে গেছেন আমাকে। পেছনে ফিরে দেখার মানুষ আমি নই, অন্তত কাজের সময় তো নয়ই। কিন্তু এ বছরটায় যা হয়েছে তা অবহেলা করা অসম্ভব। আমি কেবল একটা কথাই বলতে চাই-অসাধারণ।
লিভারপুলের কোচ জানান, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে তিন গোলে পিছিয়ে পড়েও ফাইনাল খেলার নজির ছিল না আর কোনো দলের। বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগটায় তিন গোলে পিছিয়ে পড়েও লড়াইটা জিততে সাহায্য করেছিল শক্ত মানসিকতাই। তিনি বলেন, এটা বার্সেলোনার বিপক্ষে ম্যাচটায় আরো বেশি সত্যি হয়ে দাঁড়িয়েছিল। সেদিন তারা শতভাগেরও বেশি দিয়েছিল এবং নিজেদের সামর্থ্যের চূড়ায় নিয়ে গিয়েছিল। তার ফলেই বিশেষ কিছু অর্জন সম্ভব হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার