ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে শুরুতে পিছিয়ে পড়ার পর যেন জেগে উঠে উলে গুনার সুলশারের দল। ঘুরে দাঁড়ানো স্বাগতিকদের সামনে পরে আর দাঁড়াতে পারেনি স্টিভ ব্রুসের দল।
ইউনাইটেডের পক্ষে জোড়া গোল করেছেন অঁতনি মার্সিয়াল, একটি করে মার্কাস র্যাশফোর্ড ও ম্যাসন গ্রিনউড।
শুরুতে থেকে দুর্দান্ত খেলতে থাকে নিউক্যাসল। প্রথম সুযোগটিও তৈরি করে তারাই। কিন্তু ষোড়শ মিনিটে কিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি স্ট্রাইকার ডোয়াইট গেইল। পরের মিনিটে ম্যাথু লংস্টাফ এগিয়ে নেন সফরকারীদের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়েলিংটনের কাছ থেকে বল পেয়ে বাকিটা সারেন ইংলিশ মিডফিল্ডার।
পিছিয়ে পড়ার পর যেন নিজেদের ফিরে পায় ইউনাইটেড। ২৪তম মিনিটে সমতা আনেন মার্সিয়াল। আন্দ্রেয়াস পেরেইরার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে ফাবিয়ান শারের উপহার দারুণভাবে কাজে লাগান গ্রিনউড। ছয় মিনিট পর ব্যবধান বাড়ান র্যাশফোর্ড। ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকার ক্রসে এই স্ট্রাইকারের নিখুঁত হেড খুঁজে নেয় ঠিকানা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১তম মিনিটে শন লংস্টাফের দুর্বল ব্যাকপাস ধরে স্কোর লাইন ৪-১ করে ফেলেন মার্সিয়াল।
এই জয়ে ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে নিউক্যাসল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম