সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্সেনালের। চলতি মৌসুমে ভরাডুবির কারণে এমিরেটস থেকে বরখাস্ত হয়েছেন উনাই এমেরি। ফরাসি কোচের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে গানারদের দায়িত্ব নেন তাদেরই সাবেক মিডফিল্ডার ফ্রেডি লুজেনবার্গ। তবে তার হাতেও ভাগ্য ফেরেনি আর্সেনালের। এরপরে এখন প্রধান কোচ হিসেবে মেসুত ওজিল-ডেভিড লুইসদের দায়িত্ব নিয়েছেন মাইকেল আর্তাতা।
কিন্তু তাতেও নিজেদের ভাগ্য ফেরাতে ব্যর্থ আর্সেনাল। বক্সিং ডে ম্যাচে বোর্নমুথের বিপক্ষে মুখোমুখি হয়ে উল্টো হারের মুখে পড়ে তারা। ৩৫ মিনিটে ড্যান গসলিংয়ের গোলে পিছিয়ে পড়ে গানাররা। সমতায় ফিরতে এরপর থেকে লড়াই শুরু হয় তাদের। অবশেষে ৬৩ মিনিটে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্তাতার দল। গানারদের সমতায় ফেরান আউবামেয়াং। বাকি সময় চেষ্টা করলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ