প্যাট কামিন্সকেই বিশ্বের সেরা বোলার বলছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টিম পেইন। এই মুহূর্তে আইসিসি'র টেস্ট র্যাঙ্কিংয়ে কামিন্স এক নম্বরে। আর ওয়ানডেতে পাঁচ নম্বরে রয়েছেন এই অজি পেসার।
পেইন বলেন, ‘‘বিশ্বের সেরা বোলার কামিন্স। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই। ওর পরিসংখ্যান সেটাই প্রমাণ করছে। একটা সিরিজ বা একটা ম্যাচের কথা বলছি না। প্রতিটি ম্যাচেই কামিন্স উইকেট নিচ্ছে। অভিজ্ঞতা যত বাড়ছে, ততই নিজেকে মেলে ধরছে কামিন্স। আপনারা নিশ্চয় দেখেছেন কামিন্স সব সময়ে প্রতি ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বল করছে না। বৈচিত্র্য আনছে বোলিংয়ে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ