ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে অসংখ্য শিরোপা আর সাফল্য পেলেও জাতীয় দলের হয়ে এখনও শিরোপার দেখা পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশ্বজোড়া তার ভক্তকূল তাকে শুধু একবার বিশ্বকাপ হাতে নিতে দেখতে চায়।
কিন্তু বয়স তো বসে থাকে না। ক্রমেই শেষ দেখতে শুরু করেছেন বিশ্বসেরা এই ফুটবলার। কিন্তু এখনও তার সামনে একটা সুযোগ আছে। আর তা হলো কাতার বিশ্বকাপ।
সাবেক আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন মনে করেন, মেসির বিশ্বকাপ জেতার শেষ সুযোগ হতে যাচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপ।
সম্প্রতি চীনা সংবাদ মাধ্যম জিনহুয়া’কে ভেরন বলেন, ‘২০২২ বিশ্বকাপ হয়তো মেসির শেষ সুযোগ। যেহেতু এটাই শেষ সুযোগ, তাই কীভাবে গোল করা যায় তাকে সেদিকেই মনোযোগ দিতে হবে।’
চীনের এফআইএসইউ ইউনিভার্সিটির বার্ষিক বিশ্বকাপ, যা ২১ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত দেশটির ফুজিয়ান রাজ্যে আয়োজিত হয়, এর শুভেচ্ছা দূত ভেরন এবারের আসরের ট্রফি উন্মোচন করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ