নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তারই জের ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানির দাবি, ক্রিকেট খেলার জন্য ভারত এখন সঠিক দেশ নয়। ভারতের থেকে পাকিস্তান এখন অনেক বেশি নিরাপদ।
পিসিবির চেয়ারম্যান বলেছেন, ''পাকিস্তানে আর নিরাপত্তার অভাব নেই। তাই এমন সন্দেহে কেউ এদেশে ক্রিকেট খেলতে না আসলে ভুল করবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়েছি। আমরা প্রমাণ করেছি পাকিস্তান এখন কতটা নিরাপদ! তুলনায় এখন ভারত ক্রিকেট খেলার জন্য একেবারেই সুরক্ষিত দেশ নয়। ওখানে মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এবং অশান্তির জেরে গোটা দেশ উত্তাল।''
এহসান মানির এমন বক্তব্যের জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড-এর কোষ্যাধক্ষ অরুন সিং ধুমাল। তিনি বলেছেন, ''পিসিবির চেয়ারম্যান নিজে বছরের বেশিরভাগ সময় লন্ডনে কাটান। পাকিস্তানের নিরাপত্তার কথা তাঁর মুখে মানায় না।''
বিডি প্রতিদিন/ ওয়াসিফ