আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটার ও কোচিং স্টাফরা যেতে চান বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, এমনকি সফরকে ঘিরে তাদের অভিভাবকরা উদ্বিগ্ন। শুধু তাই নয়, বিসিবিও শঙ্কিত।
বিসিবি প্রেসিডেন্ট বলেন, 'একটা হলো বোর্ডের সিদ্ধান্ত, তারপর বোর্ডের বাইরেও আছে যে এখানে আমাদের খেলোয়াড়রা আছে, কোচিং স্টাফরা আছে। তাদের ইচ্ছের একটা ব্যাপার আছে যে তারা সেখানে যেতে চায় কি চায় না, খেলতে যাবে কি যাবে না এটা একটা। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো সিকিউরিটি ক্লিয়ারেন্স। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে কিনা।'
পাপন আরও বলেন, 'সিকিউরিটি সিস্টেম যেটা পাকিস্তান দিচ্ছে সেটা নিয়ে সন্দেহ থাকার কোন কারণ নেই বলে আমরা মনে করি। তবে, এই সিকিউরড পরিবেশের মধ্যে কতদিন থাকা যায়?
আইসিসির সূচি অনুযায়ী আগামী বছরের শুরুর দিকে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশের। সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা উল্লেখ রয়েছে। যদিও বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, ছোট ফরম্যাটের ক্রিকেটে অংশ নিলেও টেস্ট ম্যাচ খেলতে আগ্রহ নেই তাদের। এরপর পাকিস্তানের কাছ থেকে টেস্ট না খেলার কারণ জানতে চাওয়া হয়। জবাবে নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভিন্ন কোনও ভেন্যুতে টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে।
বিডি-প্রতিদিন/মাহবুব