বক্সিং ডে টেস্টের প্রস্তুতি নিতে ইংল্যান্ড শিবিরের অনুশীলনে যোগ দিয়েছেন বেন স্টোকস। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাবার অসুস্থতার জন্য স্টোকসের খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। স্টোকস বড়দিনের প্রাক্কালে দলের অনুশীলনে যোগ দিতে পারেননি। তার বাবা জেডকে (৬৪) জোহান্সবার্গের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তবে তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন এবং তার অবস্থা স্থির আছে।
স্টোকস ফিরলেও অসুস্থতার কারণে অনুশীলন করতে পারেননি ব্যাটসম্যান অলি পপ, অলরাউন্ডার ক্রিস ওকস ও জ্যাক লিচ। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা