গোলাপি বল টেস্টের পর বিশ্ব ক্রিকেটের চার সেরা দলকে নিয়ে সুপার সিরিজের পরিকল্পনা করছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। পরিকল্পনা স্তরে থাকলেও ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আরও একটি দলকে নিয়ে এই সুপার সিরিজ ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির এই পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। সৌরভকে কটাক্ষ করে লতিফ বলেছেন, 'সৌরভের এই পরিকল্পনা একেবারে ফ্লপ হবে।' লতিফ আরও মনে করিয়ে দেন, এর আগেও আইসিসি একই ধরনের সুপার সিরিজের পরিকল্পনা করলেও ভারতীয় ক্রিকেট বোর্ডই তাতে সায় দেয়নি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই পাকিস্তানি উইকেটকিপার জানান, 'সুপার সিরিজের পরিকল্পনায় অপেক্ষাকৃত কম শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশগুলিকে ছোট করা হবে। চতুর্দেশীয় টুর্নামেন্টে শক্তিশালী দেশগুলি জোট বাঁধবে। ক্রিকেটের মতো গ্লোবাল টুর্নামেন্টে জোট থাকা উচিত নয়। কাম্য়ও নয়।'
লন্ডন সফরে সৌরভ গাঙ্গুলি জানান, '২০২১ থেকে চতুর্দেশীয় টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা চলছে। টুর্নামেন্টের প্রথম আয়োজন হবে ভারতে।'
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ