২০২০ সালে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বুধবার নিজের টুইটার হ্যান্ডলে লিয়েন্ডার লিখেছেন, পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে ২০২০ আমার বিদায়ী মৌসুম। ২০২০-তে কয়েকটা বাছাই করা প্রতিযোগিতায় নামতে চাই, নিজের দল, বিশ্বজুড়ে বন্ধু-বান্ধব ও সমর্থকদের সঙ্গে এই সময়টা উৎসব করতে চাই। আজ আমি যে জায়গায় উঠে এসেছি তার সমস্ত কৃতিত্বই আপনাদের, যারা আমায় প্রেরণা দিয়ে এসেছেন। তাই আগামী মৌসুমে আমি তাদের বলতে চাই, ধন্যবাদ।
৪৬ বছর বয়সী ভারতীয় টেনিস তারকার ১৮টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাবের পাশাপাশি রয়েছে ডেভিস কাপে সর্বাধিক ৪৪টি ডাবলস ম্যাচ জেতার বিশ্বরেকর্ডও। তবে সম্প্রতি তার ফর্ম ভাল যাচ্ছিল না। কয়েক দিন আগেই বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম ১০০ জনের বাইরে চলে যান। গত ১৯ বছরে যা দেখা যায়নি।
লিয়েন্ডারের লক্ষ্য প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে টানা আটটি অলিম্পিকে খেলা। প্রায় তিন দশকের খেলোয়াড় জীবনে টোকিওই তার বিদায়ী অলিম্পিক হতে পারে। এই মঞ্চেই তিনি ভারতের একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে ১৯৯৬ সালে আটলান্টায় সিঙ্গলসে পদক জিতেছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা