গত কয়েক মৌসুম ধরে যেন নিজেদের ছায়ায় আবদ্ধ হয়ে পড়েছে এসি মিলান। চলতি মৌসুমে শিরোপা লড়াইয়ের ধারেকাছেও নেই রোজোনেরিরা। তার মধ্যে বড়দিনের ছুটিতে যাওয়ার আগে এবার আটালান্টার মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে মিলান।
রবিবার ম্যাচের শুরু থেকে ধুঁকতে থাকা স্তেফানো পিওলি’র দল প্রথম গোল হজম করে ১০ মিনিটে। আলেজান্দ্রো দারিও গোমেজের গোলে এগিয়ে যায় আটালান্টা। এরপর অবশ্য সমতায় ফিরতে লড়াই করে মিলান। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের শিবির তছনছ হয়ে যায় স্বাগতিকদের হাতে। ৬১ মিনিটে মারিও পাসালিচের গোলের পর ৬৩ ও ৭২ মিনিটে জোড়া গোল করেন জোসিপ ইলিচিচ। ৮৪ মিনিটে মিলানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুইস ফার্নান্দো মুরিয়েল ফ্রুটো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ