মুন্সিগঞ্জের গজারিয়া-সংলগ্ন মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার হয়েছেন ছয়জন। নিহতরা হলেন- গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের ওদুদ বেপারী (৩৬), মুন্সিগঞ্জ সদর উপজেলা চরঝাপ্টা রমজানবেগ গ্রামের বাবুল সরকার (৪৮), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাকিব (২৬) ও একই এলাকার নয়াকান্দি বড়ইচর গ্রামের নাঈম (২৫)। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মেঘনা নদীর কালীপুরা ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অবৈধ বালুমহাল পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। এর মধ্যে নিহত ওদুদ বেপারী নৌ-ডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড পিয়াসের বড় ভাই। খোঁজ নিয়ে জানা যায়, গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম-সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ একটি বালুমহাল পরিচালনা করত কুখ্যাত নৌ-ডাকাত নয়ন বাহিনীর লোকজন। দিনের বেলায় বালুমহালের অস্তিত্ব না থাকলেও সন্ধ্যা হলেই সেখানে সেটি চালু করা হতো। আইনশৃঙ্খলা বাহিনী অনেকবার অভিযান পরিচালনা করেও অবৈধ এ বালুমহালটি বন্ধ করতে পারেনি। সন্ধ্যায় অবৈধ বালুমহাল চালুর পর আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ৩-৪টি স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে মহড়া দেয় নয়ন বাহিনীর লোকজন। এ বাহিনীর সঙ্গে বিগত কয়েক মাসে কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিপক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে অবৈধ বালুমহালের জন্য বাল্কহেড আটক করতে একটি স্পিডবোট ও ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে যাচ্ছিল নয়ন বাহিনীর লোকজন। এ সময় নৌযান দুটিতে ১০-১১ জন আরোহী ছিলেন। রাতে ঘন কুয়াশার কারণে দ্রুতগতির স্পিডবোটটি দিকভুলে নিজেদের ট্রলারে ধাক্কা দিলে ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিডবোটটি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে তিনজনের লাশ উদ্ধার হলেও নাঈম (২৫) নামে একজন নিখোঁজ হন। পরবর্তীতে গতকাল বেলা ২টার দিকে নাঈমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. ওবায়দুল করিম খান বলেন, স্পিডবোটের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিডবোটটি ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে নিহতরা ট্রলারের যাত্রী ছিলেন। এদিকে নিহত ওদুদ বেপারীর স্ত্রী ফেরদৌসী দাবি করেন, ‘অবৈধ বালুমহাল পরিচালনা নয়, মতলব উত্তর উপজেলার একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। এ ঘটনায় চারজন নিহত এবং পাঁচ-ছয়জন আহত হন।’ গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘন কুয়াশার কারণে নদীতে একটি ট্রলারের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হলে চারজন নিহত হয়েছেন। বিস্তারিত পরে বলতে পারব।’
শিরোনাম
- শেখ পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
- জন্মদিনে আল্লুর নতুন সিনেমার ঘোষণা
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭৪২ মামলা
- বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
- সাবেক এমপি আজিজ বিস্ফোরক মামলায় কারাগারে
- ফিলিস্তিনের পতাকা হাতে বৈশাখী র্যালিতে গাইবেন ২০০ শিল্পী: ফারুকী
- বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে গোবিন্দের স্ত্রীর হুঁশিয়ারি
- ১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
- গাজায় খাবার নেই, ওষুধ নেই, আছে কেবল মৃত্যু: ক্ষুব্ধ জাতিসংঘ প্রধান
- দুমকি আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
- খাগড়াছড়িতে বৈসাবী ও নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- শিশু যৌন নিপীড়নের মামলায় কারাগারে বৃদ্ধ
- বেগমগঞ্জে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১
- মোদিকে নিমন্ত্রণ পুতিনের
- ইসরায়েলি ফুটবল তারকার বাড়িতে গ্রেনেড হামলা
- যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ফের রিমান্ডে
- ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
- ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ : এ্যানি
- ঈদযাত্রায় নিহত ৩৫২, আহত ৮৩৫
- খানসামায় ২ মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড
প্রকাশ:
০০:০০, রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১৮, রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
ট্রলার ও স্পিডবোট সংঘর্ষে নিহত ৪
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর