ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বাবু মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেনাপোল–পদ্মা সেতু–ঢাকা রেললাইনের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক শওকত হোসেন জানান, বেনাপোল থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং কানে কম শুনতেন বলেও জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি রেললাইন ধরে হাঁটছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য এবং পাতরাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. আহাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বাবু মুন্সী দীর্ঘদিন ধরে মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন।
বিডি প্রতিদিন/আশিক