বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে, একইভাবে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও বিচার করা যাবে। সারা বিশ্বের মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। আর ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জাতিসংঘ, বিশ্ব বিবেক মুসলিম উম্মাহ ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সবাই মিলে প্রতিবাদের ভাষা আরও জোরদার করতে হবে।
তিনি অবিলম্বে জাতিসংঘে বিল এনে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এর পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরো জোরদার করার কথাও বলেন এ্যানি।
বিডি প্রতিদিন/কেএ