কক্সবাজার-২ আসনের সাবেক এমপি আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রীর সাহেদা নাসরীনসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন— মহেশখালী পৌরসভা সাবেক পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতার, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রেজাউল হক, তার স্ত্রীর তুহিন আরা বেগম ও মোল্যা রাশেদ খালেদ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান এ বিষয়ে দুটি দুটি আবেদন করেন।
শুনানি শেষে এসব আবেদন মঞ্জুর করেন আদালত।
বিডি প্রতিদিন/কেএ