সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শেখ হাবিবুর রহমান হাবিব (৪২) নামক এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘারুয়া গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়ে। এ খবর জানার পর তার বাড়িতে চলছে শোকের মাতম।
জানা যায়, হাবিবের এক স্ত্রী ও তিন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ১৪-১৫ ধরে সৌদি আরবে কাজ করেন। মাঝে মাঝে ছুটিতে দেশে আসেন। তিনি মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে (সৌদি আরবের সময় বিকাল ৩ টা) সৌদিতে সড়ক ডিভাইডার (বিভাজন) এর কাজ করছিলেন। এ সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বলেন, সৌদিতে বাস চাপায় আমার গ্রামের হাবিবুর রহমান মারা গিয়েছে। তার স্ত্রী ও সন্তানদের আহাজারি সহ্য করার মতো নয়।
বিডি প্রতিদিন/জামশেদ