চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সাইফুল ইসলাম বাবু, মো. রুবেল, মো. মনির, মো. সোহাগ ও মো. বাদশাহ। রবিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তর ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আট-নয় জন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম