চট্টগ্রাম নগরীতে হাত পা বাঁধা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম শামীমা আকতার। রবিবার সকালে নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সুলতানা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বাকি দুই জনকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- মূল্যবান জিনিসপত্রের জন্য ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনার সময় কিছু জিনিস লুঠ হয়। যার মধ্যে কানের দুল, আংটিসহ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার শনাক্ত করেছে নিহতের বোন।
বিডি প্রতিদিন/এএম