চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-তাসলিমা আকতার এবং রওশন আরা বেগম।
শনিবার রাতে হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক।
তিনি বলেন, শনিবার দুপুরে রোগীর এক আত্মীয়ের স্বজনের কাছ থেকে মোবাইল এবং অর্থ চুরি করে চোর চক্রের দুই সদস্য। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল এবং চুরি হওয়া অর্থ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই