মাদকের প্রতিরোধ এবং পাচার রোধে জনসচেতনতা বাড়াতে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশগ্রহণ করে।
রবিবার সকালে র্যালীটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে নিউ মার্কেট এলাকা প্রদিক্ষণ করে আবার ক্যাম্পেস এসে শেষ হয়। পরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড সুদীপা দত্ত, প্রধান বক্তা ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী। এতে বক্তব্য রাখেন মাদকের সহকারি পরিচালক সোমেন মন্ডল, শিক্ষক পরিষদ সম্পাদক আজম মুহাম্মদ আনোয়ার সাদাত, শিক্ষক ক্লাব সম্পাদক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন এবং ছাত্রলীগ (বৈকালিক) আহ্বায়ক আশীষ সরকার নয়ন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম