চট্টগ্রামে মো. ইউসুফ নামে এক খামারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার সকালে জেলার ভুজপুর থানাধীন হাসনাবাদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইউসুফের ওই এলাকায় একটি মুরগি ও মাছের খামার রয়েছে।
ভুজপুর থানার এসআই হারাধন চন্দ্র দাশ বলেন, শনিবার রাতে ইউসুফ খামারে যান। রাতে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে সকালে খুঁজতে বের হয়। পরে খামারের সামনে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, ইউসুফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে পেরেনি পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন