সারাদেশ জুড়ে বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বিকাল ৪টায় নগরীর নন্দনকানন ডিসি হিল থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট স্টেশন রোড সিআরবি, জুবলী রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি নন্দনকানন ডিসি হিল এসে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে নেতৃত্ব দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশজুড়ে সাধারণ পথচারীসহ পুলিশের উপর হামলা করে জনমনে ভয়ভীতি ও আর্তঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়মূলক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাই। সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও গণপথযাত্রা। চট্টগ্রামে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে।
এই সমাবেশে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ জাফর উল্লাহ, রিটু দাশ বাবলু, শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, মনোয়ার আলম নোবেল, রেজাউল হক রুবেল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা খোন চন্দ্র তাঁতী, সুজিত ঘোষ, এম এ আওয়াল , রতন মল্লিক, মনোয়ার জাহান মনির, প্রশান্ত চৌধুরী যিশু, এম কুতুব উদ্দীন চৌধুরী, সৌরভ বিকাশ বড়–য়া বিতান, নাছির উদ্দীন ফাহিম , পঙ্কজ রায়, মোরশেদ আলম, মোহাম্মদ দেলোয়ার, সেলিম উদ্দীন জয়, মোহাম্মদ সাব্বির চৌধুরী, মোহাম্মদ জাহেদ, হোসেন আহম্মেদ রুবেল, শাহিনুর শানু, আকতার হোসেন সৌরভ, রুবেল শিকদার, আমজাদ হোসেন ইমরান, জিএস আমিনুল করিম ,লিটন চৌধুরী রিংকু তোফাজ্জল হোসেন জিকু ,এস এম তুষার ,এম আর হৃদয় , মিজানুর রহমান মিজান , রেজাউল আলম রিকন, নাজমুল হাসান সামি , সাদাফ খান, আবু তাহের রানা ,মাহমুদুল করিম , মনিরুল ইসলাম মনির , আনোয়ার পলাশ, মাইমুন উদ্দীন মামুন ,মো জোনায়েদ, শেখ তৌহিদুল ইসলাম আরদীন, জুবাইদুল আলম আশিক ,আব্দুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম ,আরাফাতুল করিম শুভ দত্ত ,মোহাম্মদ রুবলে প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম