চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হল সিজেকেএস অনূর্ধ্ব-১২ ক্রিকেট ফেস্ট। বিসিবি পরিচালক এবং চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগীতায় দেড় শতাধিক ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণ করেন।
চট্টগ্রামের প্রতিভাবান বয়সভিত্তিক ক্রিকেটার অন্বেষণ করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়ার তৈরির লক্ষ্যে আয়োজিত এ ক্রিকেট ফেস্টের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। এতে উপস্থিত ছিলেন বিসিবি’র ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, বিসিবি বিভাগীয় কোচ মমিনুল হক, মাসুম উদ দৌলা, সাইফুল আলম বাবু এবং সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী। শনিবার অনুষ্ঠিত ফাইনালে দস্তগীর চৌধুরী একাদশ চ্যাম্পিয়ন এবং হাজি কামাল একাদশ রানার আপ হয়।
বিডি প্রতিদিন/এএম