চট্টগ্রামে মারুফ সায়মুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে হাটহাজারী উপজেলার ধলই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সায়মুন একই এলাকার আবদুল মালেকের ছেলে।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সায়মুনের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা দাবি করছে, ওই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এরই মধ্যে বিষয়টা তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর