আমদানির পর চট্টগ্রাম বন্দর থেকে খালাস না নেয়া ৩৮২টি কন্টেইনার পণ্য ধ্বংস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামীকাল রবিবার কন্টেইনারের মধ্য থাকা নিলাম অযোগ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হবে।
কাস্টম হাউসের ডিসিপি মো. মাহফুজ আলম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পণ্যগুলো হালিশহর আনন্দবাজারে চসিকের ডাম্পিং জোনে ধ্বংস করা হবে। দিনে ২৫-৩০টি কনটেইনারের পণ্য ধ্বংসের পরিকল্পনা রয়েছে। এর ফলে বন্দরের মূল্যবান জায়গা খালি হবে। ১১১ লটে চট্টগ্রাম বন্দরের ১৩৬টি রেফার, ৩২টি ড্রাই ও বিভিন্ন অফডকের ২১৪টি ড্রাই কন্টেইনার ধ্বংসের তালিকায় রয়েছে। কন্টেইনারে থাকা পণ্যের মধ্যে রয়েছে পিয়াজ, আদা, আপেল, ড্রাগন ফল, কমলা, আঙুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, মাছের খাদ্য, লবণ, রসুন, সানফ্লাওয়ার অয়েল, কফি ইত্যাদি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন