চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাবাকে হত্যার ঘটনায় ছেলে মো. হেলালকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বুধবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করে হেলাল ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে এ ঘটনায় বেলালের মেয়ে খতিজা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ভাই হেলালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।
নিহত মো. বেলাল হোসেন (৬০) নোয়াখালীর সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামে বসবাস করে আসছেন। হেলাল নিহত বেলালের চার ছেলের মধ্যে তৃতীয়। তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।
জানা যায়, গত মঙ্গলবার সকালে আলমারির গ্লাস ভাঙা নিয়ে বাবা বেলাল হোসেন ও ছেলে হেলাল হোসেনের (২৮) মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বাবার হাতে কাস্তে ও ছেলের হাতে ছুরি ছিল। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হেলাল বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তখন প্রতিবেশীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বাবাকে হত্যার ঘটনায় জড়িত হেলালকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম