চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, পটিয়ার শান্তির হাট এলাকায় বাইক থেকে সাইফুল ইসলাম নামে এক যুবক ছিটকে পড়ে যায়। এ সময় কক্সবাজারমুখী ট্রাকের চাপায় তিনি নিহত হন। ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম