চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কে ইয়াবার চালান পাচারকালে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন-পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও তার সহযোগী খুলনা জেলার মো. আবু হানিফের পুত্র আশরাফুল ইসলাম শাওন (২২)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক আতিকুল ইসলাম ২০২১ সাল থেকে পটিয়া পৌরসভা ছাত্রলীগ কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। আতিক পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকার গাজীর বাড়ির গাজী মফিজুর রহমানের ছেলে। অন্যদিকে শাওন খুলনা জেলার রূপসা থানার সিংহের চর গ্রামের মো. আবু হানিফের ছেলে। তিনি বর্তমানে পটিয়া পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় বসবাস করেন।
জানা যায়, পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আতিকুল ইসলাম আলভীসহ চারজন ইয়াবা পাচার করার খবর পেয়ে সেখানে পুলিশ যায়। এ সময় পটিয়া থানার পুলিশ দেখতে পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ আলভী ও আশরাফুল ইসলামকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে নাঈম ও ফাহিমের নাম পাওয়া যায়।
পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. আহাছান হাবিব বলেন, আটক দুইজনের নামে থানায় মাদক চোরাচালানের মামলা হয়েছে। আটকের পর তাদের আদালতে সোপর্দ করার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বোরহান উদ্দিন বলেন, ছাত্রলীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না। ইতিমধ্যে আমরা যুগ্ম আহ্বায়ক আটকের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বহিষ্কারের সুপারিশ করার মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।
বিডি প্রতিদিন/এমআই