চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাবাকে হত্যার ঘটনায় ছেলে মো. হেলালকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল হোসেনের বাড়ি উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামে। হেলাল নিহত বেলালের চার ছেলের মধ্যে তৃতীয়।
জানা যায়, গত মঙ্গলবার সকালে আলমারির গ্লাস ভাঙা নিয়ে বাবা বেলাল হোসেন ও ছেলে হেলাল হোসেনের (২৮) মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বাবার হাতে কাস্তে ও ছেলের হাতে ছুরি ছিল। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হেলাল বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তখন প্রতিবেশীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাবাকে হত্যার ঘটনায় জড়িত হেলালকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ ঘটনায় তার পরিবার হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর হেলালকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম