চট্টগ্রাম মহানগরীতে পৃথক ৫ অভিযানে ১০ হাজার ২৭৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এসব অভিযান চলে। গ্রেফতারদের বিরুদ্ধে চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী থানায় পৃথক ৫টি মামলা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নুর আহম্মদের ছেলে মো. খাইরুল ইসলাম ওরফে হারুন (১৯), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামের মৃত মো. আসাদুল ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৯), কক্সবাজার জেলার টেকনাফ থানার উনচিপ্রাং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আবদুল্লাহর ছেলে জাহিদ হোসেন (১৯)।
কক্সবাজরে জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের মুছাকুলা গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী হাফেজা আকতার (২২), কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের নতুনপাড়া গ্রামের ইউনুছের স্ত্রী হাসিনা বেগম (২৭) এবং উখিয়া থানার পালংখালী ইউনিয়নের ঠ্যাংখালী গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে আবুল বশর (৩৮)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ