চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের মামলায় দুইজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তারা হলেন- পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়ার গণি সর্দার বাড়ির ইকবাল হোসেন জনি ও একই এলাকার মো. আরিফ।
আজ মঙ্গলবার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পিপি মোহাম্মদ আবু জাফর।
তিনি বলেন, ছিনতাইয়ের মামলায় দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে নগরের ২নং গেট থেকে অক্সিজেন নয়ারহাট সিএনজি অটোরিকশা ৮০ টাকায় ভাড়া করেন। পরে নয়ারহাট বক্সনগর জামে মসজিদ এলাকায় গাড়ি থামালে কয়েকজন ছুরি ধরেন।
এ সময় সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আরিফ ও জনিকে স্থানীয় লোকজন আটক করে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় সিএনজি অটোরিকশা চালক মো. আব্দুস সালাম মামলা করেন। মামলায় আদালতে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর