চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একরাম হোসেন (২০) নামে এক সিএনজি অটোরিকশা চালক খুন হয়েছে। একরাম হোসেন বাড়বকুন্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকার মো. আবছারের ছেলে।
রবিবার দিবাগত রাতে পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক।
তিনি বলেন, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে সীতাকুণ্ড পৌরসভায় রবিবার রাতে (অনুমানিক ১২টা) সিএনজি অটোরিকশা চালক একরাম হোসেনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে একরাম হোসেনের মৃত্যু হয়। একরাম হোসেনের মরদেহ সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই