চট্টগ্রাম নগরী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধ এলাকার খেজুরতলা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে খেজুরতল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি বেড়িবাঁধ রোডের ওয়াকওয়েতে পড়েছিল। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করতে পারিনি।
লাশের পরিচয় এবং অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর