চট্টগ্রামে কথা কাটাকাটির জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে খোরশেদ আলম নামে এক সিএনজি চালককে। শনিবার রাতে জেলার সীতাকুণ্ড থানাধীন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে হাসপাতাল থেকে ভাড়া গাড়ি নিয়ে বাসায় আসেন খোরশেদ। এসময় গাড়ি ঘুরানো নিয়ে স্থানীয় যুবক আরাফাতের সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে বটি হয়ে কুপিয়ে হত্যা করা হয় খোরশেদকে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আরাফাত। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম