জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ঘটনা অবলম্বনে নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়ন হয়েছে চট্টগ্রামে। বাংলাদেশ জেলা বিভাগ ক্রীড়া সংগঠক পরিষদের উদ্যোগে শনিবার রাতে চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারে এ মঞ্চায়ন করা হয়।
জেলা বিভাগ ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএমপির কমিশনার কৃষ্ণপদ রায়। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এ নাটকের ভূমিকা বিষয়ে অভিমত ব্যক্ত করেন প্রধান অতিথি সিএমপির কমিশনার কৃষ্ণপদ রায়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ইতিহাসের জঘন্যতম জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ডের উপর নির্মিত মঞ্চ নাটক উপস্থিত সকল দর্শকশ্রোতাদের কাঁদিয়ে তোলে।
বিডি প্রতিদিন/আবু জাফর