বিএনপি’র পরীক্ষিত কর্মী রাজা আহমেদ শাওনের লাশ নিয়ে সরকার নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
শনিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, শাওন যুবদলের কর্মী নয় বলে পুলিশ ও সরকার এখন মিথ্যাচার করছে। নিহত শাওনকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। সরকার সারাদেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, মো. কামরুল ইসলাম প্রমুখ।
ডা. শাহাদাত হোসেন পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগের কথা শুনে নিরীহ জনগণের ওপর গুলি করা আপনাদের দায়িত্ব নয়। আমরা অনুরোধ করব, আপনারা অন্যায় কোনো হুকুম মানবেন না। এ হত্যার জন্য একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই অনুরোধ করব, অন্যায়ভাবে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করবেন না।
বিডি প্রতিদিন/আবু জাফর