‘হাইড্রোলিক হর্ন মুক্ত বাংলাদেশ চাই। একই সঙ্গে চট্টগ্রাম নগরের বিশেষ ২১টি স্পটকে ‘নিরব এলাকা’ ঘোষণার দাবি জানাই।’
শনিবার সকালে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ ও ২১টি স্পটকে ‘নিরব এলাকা’ ঘোষণার দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা করা হয়।
বিএইচআরএফ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আইনবিদ জিয়া হাবীব আহ্সানের সভাপতিত্বে, সংগঠক মাহামুদুর রহমান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ মানবাধিকার কর্মী এড. সুনীল কুমার সরকার, চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, বাংলাদেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী এডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হারুন, মানবাধিকার নেতা এড. গোলাম মাওলা মুরাদ, শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রামে আলোড়ন সৃষ্টিকারী পরিবেশ কর্মী সুজন বড়ুয়া, মিরশ্বরাই বিএইচআরএফ সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, প্রতিবন্ধীদের সংগঠন সিডিসির প্রধান নির্বাহী লুৎফুন্নাহার রূপসা প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. জসীম উদ্দিন ও মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আহ্সান হাবীব বাবু। মানববন্ধনে হাইড্রোলিক হর্ন বিরোধী আন্দোলনে একক ভূমিকার জন্য সুজন বড়ুয়াকে মানবাধিকার পদক দেয়া হয়।
মানববন্ধনে শব্দ সন্ত্রাস বন্ধের পাশাপাশি চট্টগ্রামের টাইগারপাস, বাটালি হিল, জিলাপি পাহাড়, কোর্ট হিল, সিআরবি, ডিসি হিল, সার্সন রোড, জাম্বুরি ফিল্ড, ফয়েজ লেক, বায়েজিদ লিংক রোড, ওমেন ভার্সিটি, সী বিচ, ঝাউতলা, নাসিরাবাদ সরকারী বালিকা বিদ্যালয়, গোলপাহাড়, প্রবর্তক, চট্টশ্বরী, মেহেদীবাগ, ওআর নিজাম রোড, এমএম আলী রোড, কেবি ফজলুল কাদের রোড এলাকাকে হর্ন মুক্ত ‘নিরব এলাকা’ (নো হর্ন স্পট) ঘোষণার দাবি জানানো হবে। তাছাড়া, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান আছে, এমন এলাকার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এসব এলাকাকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিরও জানানো হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএইচআরএফ বাঁশখালীর সভাপতি নুরুল আবসার, বিশিষ্ট সমাজকর্মী চট্টগ্রাম বেতারে তালিকাভুক্ত শিল্পী লায়লা ইব্রাহিম বানু, পাহাড়তলী শাখার ইউসুফ চৌধুরী, কোতয়ালী শাখার সভাপতি এড. মো. আবুল খায়ের, বাগাঁইছড়ি উপজেলা শাখার সভাপতি এড. হাসান আলী, মানবাধিকার নেত্রী কানিজ ফাতেমা লিমা, সাংস্কৃতি কর্মী মোহাম্মদ জামাল উদ্দীন, বাচিক শিল্পী দিলরুবা খানম, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সহ-সভাপতি এমএইচ স্বপন, ব্যবসায়ী সংগঠক মো. আনোয়ার, সাংবাদকর্মী মুহাম্মদ মোজাহেরুল কাদের, মানবাধিকারকর্মী এড. প্রদীপ আইচ দিপু, এড. সাইফুদ্দীন খালেদ, এড. হাসান আলী, এড. বদরুল হাসান, এড. জিয়া উদ্দীন আরমান, নজরুল ইসলাম, মোহাম্মদ এরশাদ আলম, নাভিল প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন