চট্টগ্রামে অজ্ঞাত (৪৫) এক নারীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী রেল স্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নেজাম উদ্দিন বলেন, শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতনামা এক নারীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে ওই নারীর লাশের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ওই নারীর পরিচয় জানাতে পারেনি স্থানীয়দের কেউ। তবে তার পরিচয় উৎঘাটনের জন্য কাজ শুরু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম