চট্টগ্রাম পৃথক অভিযানে ৪ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, শুক্রবার ভোরে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ১২৫০ পিস ইয়াবাসহ আবদুল সাত্তার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই সময় কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মো. আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
একই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আবদুল জুবায়ের নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর