এবারের অ্যাশেজে কঠিন সময় পার করছে টিম ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে বড় হারের পর তৃতীয় ম্যাচে এসে হেরে গেছে ইনিংস ব্যবধানে। এই ম্যাচের পর অনেকেই ভাবছেন ইংলিশদের নেতৃত্ব ছাড়বেন জো রুট। কিন্তু তিনি জানিয়েছেন, সিরিজ চলাকালীন কোনো সিদ্ধান্ত নেবেন না।
একই সঙ্গে সিডনি ও হোবার্টে হতে যাওয়া পরের দুই ম্যাচে নিজেদের লক্ষ্যের কথাও জানিয়েছেন রুট। বলেছেন, ইংল্যান্ডের জার্সিতে গর্ব ফিরিয়ে আনতে চান তিনি। এই সফরে ব্যাটিংটা একেবারেই ভালো হচ্ছে না ইংল্যান্ডের। তৃতীয় টেস্টে তো ৬৮ রানেই অলআউট হয়েছে তারা।
রুটও মানছেন, কিছু একটা হারিয়ে ফেলেছে ইংল্যান্ড, ‘ড্রেসিং রুমের সবাই হতাশ। এটা যথেষ্ট ভালো পারফরম্যান্স না। সবাই এটা জানি। আমাদের জার্সিতে কিছু গর্ব ফিরিয়ে আনতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে আমরা এই সফরে কিছু একটা থেকে অনেক দূরে সরে এসেছি। এটা খুব সাধারণ ব্যাপার।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ