টাইগার টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সম্পর্ক উষ্ণ নয়, শীতল! জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই দুই তারকা ক্রিকেটারের মধ্যে দূরত্ব রয়েছে। সম্পর্কের টানাপোড়েন রয়েছে বলে টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম। ক্রিকেট পাড়ায় এমন আলোচনা গত জুলাই থেকে। গতকাল বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটের পর দু'জনেই মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করে জানিয়েছেন, দুজনের সম্পর্কে কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে বিপিএলে এক সঙ্গে ঢাকার পক্ষে খেলা হতো না।
গতকাল প্লেয়ার্স ড্রাফটে বিসিবির দল ঢাকা দলভুক্ত করেছে মাহমুুল্লাহর সঙ্গে তামিম ও দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। নড়াইল এক্সপ্রেস বিপিএলের গতবারের বিশেষ আসরে খেলেননি। দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান খেলবেন ফরচুন বরিশালে। তার সঙ্গে খেলবেন টি-২০ ক্রিকেটের বড় তারকাদের একজন ক্রিস গেইল। বিপিএলের গত আসরে খেলেছিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অ্যাসেজের জন্য এবার নেই দুই অসি ক্রিকেটার। প্রথমবারের মতো বিপিএল খেলবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাপ ডু প্লেসিস। ২০১৩ সালে সর্বশেষ খেলা ইংলিশ অলরাউন্ডার মঈন আলিও ফিরেছেন দেশের সবচেয়ে জমকালো টুর্নামেন্টটিতে।
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট শেষে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, মাশরাফির সঙ্গে খেলা সবসময় উপভোগ করেন তিনি।
রিয়াদ বলেছেন, ‘এটা আমরা সবসময় উপভোগ করি মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলা বা উনার অধীনে খেলা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যেটি হলো তখনও খুব ভালো সময় আমরা কাটিয়েছি এবং ভালো ক্রিকেটও খেলতে পেরেছি। আশা করি ওইরকম ভালো একটা পরিবেশ যেন এই দলেও তৈরি করতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি।’
তিনজন একই ড্রেসিং রুমে খেলতে পারায় তৃপ্তির কথা জানিয়ে রিয়াদ বলেন, ‘সবসময়ই বিশ্বাস ছিল আবার একসঙ্গে খেলতে পারব। আলহামদুলিল্লাহ, আবার একসঙ্গে খেলতে পারছি। তামিমও আমাদের সঙ্গে আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আমাদের দলে বেশি। তাই আমি আশা করি মাঠে যদি এটা কাজে লাগাতে পারি আমাদের ভালো ফলাফল করার সম্ভাবনা আছে এটা বিশ্বাস করি।’
তামিমের সঙ্গে রিয়াদের সম্পর্ক নাকি ঠিকঠাক নেই। এ নিয়ে রিয়াদ বলেন, ‘অনেক কিছুই আমার হাতে নেই। অনেকেই অনেক কিছু ভাবে। আমি সবসময় আমার তরফ থেকে বিশ্বাস করতাম যে বন্ডিং বা রিলেশন সবসময়ই ভালো ছিল।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ