বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট শুরু হয়ে গেছে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে তিনি খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ।
ড্রাফটের আগে অটো চয়েজ হিসেবে মাহমুদুল্লাহকে নিয়েছিল ঢাকা। আজ ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পেয়েই তামিমকে নেয় দলটি। পরে ডাকে মাশরাফিকেও নিয়ে নেয় একই দল।
মাশরাফি ও মাহমুদুল্লাহকে একই দলে পেয়ে ভীষণ খুশি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাধারণত যেটা হয়, আমরা তিনজন তিন দলে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয়, ক্রিকেটে জেতা-হারাটা তো সব না। ক্রিকেটে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি উপভোগ না থাকে... বিশ্বেই জিজ্ঞেস করেন, যদি তারা উপভোগ না করে, তারা খেলবে না। আমরা তিনজন একসঙ্গে থাকলে এমনিতেই উপভোগ করব।’
চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘ভালো দল সবসময় ভালো ফলের নিশ্চয়তা দেয় না। চ্যাম্পিয়ন হব কি হব না, এটা অনেক পরের কথা। আপনি সেরা দলটা বানাতে পারেন। কিন্তু তারা ভালো করবে কি না সেটা আগে থেকে বলা যায় না। একটা খুব বেশি ভালো না, এমন দলও ভালো করতে পারে। নির্ভর করবে আমরা কীভাবে খেলি। দল নিয়ে অনেক খুশি। কিন্তু আমাদের ভালো খেলতে হবে।
ঢাকার স্কোয়াড দেখে নিন :
সরাসরি যারা : মাহমুদুল্লাহ, নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি যারা : তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ ও ইবাদত হোসেন।
ড্রাফট থেকে বিদেশি দুজনই আফগানিস্তানের। তারা হলেন মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ