বিরাট কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের আগে কোহলি যাতে আবার নতুন করে কোনো বিতর্কে না জড়িয়ে পড়েন, তাই ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে নিজেই এলেন কোচ রাহুল দ্রাবিড়।
এসময় ভারতীয় কোচকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। টিম নির্বাচন থেকে শুরু করে কোহলির অধিনায়কত্ব, সবকিছু জিজ্ঞেস করা হয়। আর দ্রাবিড় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন নিজস্ব ব্যাটিং ঘরানাতেই। যেখানে বিতর্কের কোনো নাম গন্ধটুকুও নেই।
ইদানিং টেস্টে খুব একটা ভাল ফর্মে দেখা যায়নি কোহলিকে। তার শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল প্রায় দু’বছর আগে। একই সঙ্গে একদিনের অধিনায়কত্বও গেছে বিরাটের। কোহলির জায়গায় ওয়ানডেতে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হয়েছে। এসব বিষয়ে নিয়ে দ্রাবিড়কে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।
দ্রাবিড় বলেন, ‘এটা নির্বাচকদের ব্যাপার, ওদের কাজ। আমি এই নিয়ে মন্তব্য করব না। আমি প্রতিটি ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা বলেছি। সেটা প্রকাশ্যে আনতে চাই না।’
দক্ষিণ আফ্রিকা সফরকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা হলেও, প্রোটিয়াদের ঘরের মাঠে জয় ছাড়া কিছুই ভাবছে না টিম ইন্ডিয়া। একই সঙ্গে বিরাটেও ভরসা রাখছেন কোচ। প্রথম টেস্টের আগে কোচ দ্রাবিড় বলেন, ‘এই সিরিজটা আমরা জিততে চাই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছি ঠিকই। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর কঠিন হতে চলেছে। লক্ষ্য আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর এই জন্য বিরাট কোহলির অনেক বড় অবদান থাকবে। ক্যাপ্টেন ও ব্যাটসম্যান হিসেবে অনেক বড় কাজ আছে ওর। টেস্ট ক্রিকেট তার পছন্দের ফরম্যাট।’
শুধু বিরাটই নন, ফর্ম ভাল যাচ্ছে না অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারারও। দীর্ঘদিন রানের বাইরে তারা। একাদশে তাদের জায়গা হবে কী না সেটাও বড় প্রশ্ন। তবে ম্যাচের আগের দিন এসব একেবারেই চিন্তিত নন দ্রাবিড়। রাহানে প্রসঙ্গে রাহুল বলেন, ‘ওর সঙ্গে পজিটিভ কথা-বার্তা হয়েছে। ভালভাবে প্র্যাকটিস করেছে। ভাল ছন্দেই দেখেছি ওকে।’
শুধু তাই নয় সিনিয়র ব্যাটসম্যান পূজারাকে নিয়েও আত্মবিশ্বাসী দ্রাবিড়। সঙ্গে জুড়লেন, ‘ব্যাটসম্যানদের কাছে একটা বড় সুযোগ এই সিরিজটা। নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে ওরা। কে কত বড় ব্যাটসম্যান, সেটা বোঝাতে পারবে। আমার মনে হয় আমরা তৈরি। আমারা ছন্দেই আছি।’
টিম কম্বিনেশন কী হতে চলেছে? সেটা নিয়ে একটা কথাও বলেননি ভারতীয় কোচ। যতবারই তাকে এটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, ততবরাই বলে দিলেন, টসের আগে টিম দেখতে পাবেন।
বিডি প্রতিদিন/এমআই